ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাসের ধাক্কায় যুবলীগ নেতা নিহত 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ১৭ এপ্রিল ২০২২

নিহত হোসেন সেলিম

নিহত হোসেন সেলিম

মিরসরাইয়ে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় সাবেক যুবলীগ নেতা হোসেন সেলিম (৩৫) নিহত হয়েছেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার হচ্ছিলেন সেলিম।

রোববার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার বিএসআরএম গেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হোসেন সেলিম উপজেলার পশ্চিম সোনাপাহাড় এলাকার মোঃ আবু তাহেরের পুত্র।

প্রত্যক্ষদর্শী মোঃ সালমান ফারসি জানান, বাড়ি থেকে বের হয়ে নিজের ব্যবসায়িক কাজে যাচ্ছিলেন সেলিম। পথিমধ্যে বিএসআরএম গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা তিশা প্লাটিনাম নামের বাসটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি