ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পটুয়াখালীতে ব্যবসায়ী অপহরণের মাস্টারমাইন্ড শনাক্ত, গ্রেপ্তার ৬

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ১৭ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:৪৪, ১৭ এপ্রিল ২০২২

পটুয়াখালীর ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার শিবু লাল দাসকে ২০ কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পারভেজসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্য জানান। 

এ সময় পুলিশ সুপার জানান, অপহরণ ঘটনার মাস্টাররমাইন্ড দুধর্ষ অপরাধী ল্যংড়া মামুনসহ ৩ জনকে  শনাক্ত করা হয়েছে। তারা দেশের বিভিন্ন এলাকায় পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া এ ঘটনায় আরও যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে। 

তিনি আরও বলেন, অপহরণের ঘটনায় যারাই জড়িত থাকুক কাউকেই ছাড় দেয়া হবেনা। 

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সোমবার রাতে গলাচিপা উপজেলার হরিদেবপুর থেকে বাসায় ফেরার পথে নিজের ব্যবহৃত গাড়ির ড্রাইভারসহ অপহৃত হন ব্যবসায়ী শিবু লাল দাস। রাতে তার স্ত্রীর মোবাইল ফোনে কল দিয়ে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। 

অপহরণের ২৪ ঘণ্টা পর মঙ্গলবার রাতে শহরের কাজীপাড়াস্থ শপিংমল এসপি কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে বস্তাবন্দী অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন শিবুলাল দাসের ছেলে বুদ্ধদেব দাস।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি