ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বাঁধ ভেঙ্গে গুরমার হাওরে ঢুকছে পানি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ১৭ এপ্রিল ২০২২ | আপডেট: ১৬:০১, ১৭ এপ্রিল ২০২২

ভারী বৃষ্টিপাতের পর উজানে প্রবল ঢেউয়ে পাটলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরমার হাওরের বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। পানি ঢুকে ইতিমধ্যে হাওরের ৩ হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে।

রোববার সকাল ১০টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় বাঁধে ফাটল দেখা দেয়। গুরমার হাওরের ২৭নং প্রকল্পটি ভেঙ্গে পানি ঢুকতে শুরু করে হাওরে।

গুরমা হাওর অংশের খাউজ্যাউরি, নোয়াল, আইন্যা, কলমা ও গলগলিয়া ও ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা গ্রামের ফসলি জমিও ডুবে যাচ্ছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, পাটলাই নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় অবস্থা এখন খারাপের দিকে যাচ্ছে। ওয়াচ টাওয়ারসংলগ্ন বাঁধে মাটি ও বাঁশের চাটাই দিয়ে পানি আটকানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি