ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩৫, ১৭ এপ্রিল ২০২২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আমগাছের ডালে গলায় ফাঁস রাগানো ঝুলন্ত অবস্থায় এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রুমিন আক্তার (১৭)। রোববার দুপুরে কোয়াটল এলাকার একটি বাড়ির পাশে আমগাছের ডাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কোয়াটল গ্রামের মৃত আব্দুল গফফুরের মেয়ে স্থানীয় একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। তবে ঝুলন্ত লাশের দুই পা মাটিতে লেগে থাকায় এ মৃত্যুটিকে অনেকে রহস্যজনক বলে উল্লেখ করেছেন।
 
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ডন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে বাড়ির পাশে আমগাছে গলায় ফাঁস লাগানো কিশোরীকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রির্পোট তৈরির পর পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ওসি বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে ‘ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রতিবেদন পেলেই জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। পুলিশ ঘটনার তদন্ত কাজ শুরু করেছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি