ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আখাউড়ায় মর্টার সেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৪, ১৭ এপ্রিল ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটির নিচ থেকে উদ্ধার হওয়া দু'টি মর্টার সেল বিস্ফোরণ করেছে সেনাবাহিনী।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে  উপজেলার খালাজোড়া এলাকায় সেনাবাহিনী বিশেষজ্ঞ দল সেল দু'টির বিস্ফোরণ ঘটায়।

এ সময় বিকট শব্দ হয় চারদিকে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, মেজর ফারজানার নেতৃত্বে সেল দু'টির বিস্ফোরণ ঘটনো হয়। এর আগে উপজেলার ভবানীপুর ও তারাগন থেকে এ দু'টি সেল উদ্ধার করা হয়েছিল। 

ধারনা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় এই দুটি সেল অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি