ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

প্রকাশ্যে ধূমপান, নিষেধ করায় হামলা

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫৬, ১৮ এপ্রিল ২০২২

রোজার মাসে প্রকাশ্যে ও রোজাদারদের সামনে ধূমপান করতে নিষেধ করায় মোংলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের ভাইয়ের মাথা ফাটিয়েছেন এক ব্যক্তি। 

রোববার চিলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে ইফতারের আগের ওই ঘটনায় স্থানীয়রা হানিফ শেখ (৩৫) নামের ওই হামলাকারীকে ধরে পুলিশে দিয়েছে। 

মামলা দায়েরের পর হানিফকে সোমবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, রোববার ইফতারের আগে হানিফ শেখ একটি দোকানের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে ধূমপান করছিলেন। সে সময় সেখানে উপস্থিত ইউনিয়ন পরিষদ সদস্য মো. ইশারাত ফকির ধূমপান করতে নিষেধ করেন। 

এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে হানিফ বৈঠা নিয়ে ইশারাতকে আঘাত করতে যান। ইশারাত দ্রুত সরে বৈঠার আঘাত তার ছোট ভাই মো, ইস্রাফিল ফকিরের (৩২) মাথায় লাগে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

গ্রেফতার হানিফ মাছ ব্যবসায়ী ও মাদক সেবী বলে জানিয়েছে গ্রামবাসী। 

মোংলা থানার এসআই অমিত কুমার বিশ্বাস বলেন, “সিগারেট খেতে নিষেধ করায় মেম্বারের ভাইকে মেরে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় মেম্বার বাদী হয়ে মামলা করেছেন। মামলার আসামিকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।”

আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি