ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রাক্তনের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় কুপিয়ে জখম 

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ১৮ এপ্রিল ২০২২

রাজশাহীতে অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় এক তরুণীকে কুপিয়ে জখম করেছেন তার সাবেক স্বামী। গুরুতর আহতাবস্থায় ওই তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার দিবাগত রাত নয়টার দিকে নগরের হেতেমখা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক মো. সোহান (২৮) ওই এলাকার বাসিন্দা।

জান যায়, প্রায় ছয় বছর আগে সোহানের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়েছিল। তিন বছর পর তাদের বিচ্ছেদ হয়। এর তিন বছর পর সেই মেয়ের নতুন জায়গায় বিয়ে ঠিক করে তার পরিবার। আগামী ৬ মে বিয়ের দিন ধার্য্য হয়েছিল।

এ বিষয়ে আহত তরুণীর বাবা বলেন, বিয়ের খবর পেয়ে সাবেক স্বামী সোহান তার মেয়ের ওপর হামলা চালিয়েছেন। শনিবার রাত নয়টার দিকে বাড়ির বাইরে মেয়েকে একা পেয়ে নাক, মুখ, হাতে কুপিয়ে জখম করেন সোহান। 

পরে স্থানীয় লোকজন তার মেয়েকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।

নগরের বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি পলাতক রয়েছে। মামলা করলে পুলিশ আইনি পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি