ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

নোয়াখালী জেলা প্রশাসকের ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ১৮ এপ্রিল ২০২২

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান

নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমানের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ক্লোন করে জেলার বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি দপ্তর এবং সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করছে একটি কুচক্রি মহল। দাবিকৃত টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরও দেওয়া হয়।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। 

জেলা প্রশাসক বলেন, সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন খন্দকার ও চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্যাহ ফোন দিয়ে জানান, আমার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তাদের কাছে টাকা দাবি করা হয়েছে এবং সে টাকা মোবাইল ব্যাকিং বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য একটি নম্বরও দেওয়া হয়।

এ বিষয়ে সবাইকে সর্তক থেকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, ঘটনায় প্রতারকদের দেওয়া সেই বিকাশ নম্বরের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারকে অবগত করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ বিষয়ে জেলা প্রশাসন থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি