ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আ’লীগ নেতা মগর আলী হত্যা, ভাতিজা গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৩, ১৯ এপ্রিল ২০২২

যশোরের বেনাপোল পোর্ট থানায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা কাগমারী গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মগর আলীর মৃত্যুর ঘটনায় প্রধান আসামিসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) বিকালে যশোর রেল গেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত প্রধান আসামি হারুন নিহত মগর আলীর ভাই আরব আলীর ছেলে। অপর আসামি সামছুর রহমান কাগমারী গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গত ১৬ এপ্রিল রাত ৮টার দিকে বসতবাড়ির জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে মারামারি হয়। এতে মগর আলী নামে এক আওয়ামী লীগ নেতা মারা যান। 

ঘটনার পর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি হারুনসহ দুজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি