নিখোঁজের দুদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১১:৫৪, ১৯ এপ্রিল ২০২২
নিহতের মায়ের আহাজারি
মেহেরপুরে নিখোঁজের দুদিন পর মুসলিমা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সরকারি কলেজের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মুসলিমা খাতুন মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার জিয়ারুল ইসলামের স্ত্রী এবং একই এলাকার আব্দুল মালেকের মেয়ে। মৃত্যুকালে তিনি দুটি সন্তান রেখে গেছেন।
জানা গেছে, মুসলিমা খাতুন গত ১৭ এপ্রিল প্রতিদিনের ন্যায় কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। প্রতিদিন বিকালবেলা বাড়িতে ফিরলেও ওইদিন থেকে সে নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার সকালে সরকারি কলেজের পুকুর পাড়ে কয়েকজন শিশু খেলা করার সময় মরদেহটি ভাসতে দেখে চিৎকার শুরু করে। খবর পেয়ে তার মা আরবি খাতুন ঘটনাস্থলে এসে মুসলিমাকে শনাক্ত করেন।
মুসলিমার মা আরবি খাতুন জানান, “গত পরশুদিন আমার মেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ওইদিন বিকাল পর্যন্ত বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে লোকমুখে শুনে সরকারি কলেজ পুকুর পাড়ে এসে মেয়ের লাশ দেখতে পাই।”
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ দ্বারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। মুসলিমার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
আরএমএ/এএইচ
আরও পড়ুন