ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৮, ১৯ এপ্রিল ২০২২ | আপডেট: ১৪:৫৯, ১৯ এপ্রিল ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পাগলা বোয়ালিয়া এলাকায় বাস চাপায় অটোরিক্সা ভ্যানের ১ যাত্রী নিহত এবং ২ জন আহত হয়েছে। 

নিহত বাবু হোসেন উপজেলার বড়হর গ্রামের বাসিন্দা । 

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, মঙ্গলবার বেলা ১২ টার দিকে রাজশাহী থেকে পাবনাগামী তামিম এক্সপ্রেস বাস উপজেলার বগুড়া-পাবনা মহাসড়কের পাগলা কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী অটো রিক্সা ভ্যানকে চাপা দেয়। পরবর্তীতে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভ্যানের ১ জন নিহত ও ২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে।

আরএমএ/এমএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি