ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুয়াকাটা সৈকতে এক পা-বিহীন কচ্ছপ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ১৯ এপ্রিল ২০২২

কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার ভেসে এসেছে সামনের বাম পা বিহীন একটি জীবিত মা কচ্ছপ। 

মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কচ্ছপটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। এটির ওজন আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি। এক পা না থাকায় ঢেউয়ের তোড়ে কচ্ছপটি ভেসে আসতে পারে বলে জানান তারা। 

তবে এ মৌসুমে ডিম দিতে কচ্ছপ তীরে আসে বলে জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা। 

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, কচ্ছপটি উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে অবমুক্ত করা হয়েছে।

এর আগে চলতি বছর ৮টি মৃত কচ্ছপ সৈকতে ভেসে আসে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি