তিতাস নদীতে শ্রমিকের মরদেহ উদ্ধার
প্রকাশিত : ২১:১৪, ১৯ এপ্রিল ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ধান বোঝাই করা নৌকা ডুবির ৮ ঘন্টা পর নিখোঁজ শ্রমিক বিল্লালের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় তিতাস নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ধান বোঝাই করা নৌকাটি ডুবে যায়।
নিহত শ্রমিক বিল্লাল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, সকালে চাপুইর থেকে ধান বোঝাই করে একটি নৌকা তিতাস নদী দিয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিক, দুইজন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিল। চাপুইর এলাকায় কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এসময় ধানের মালিক, একজন ধান কাটার শ্রমিক ও মাঝি নদীর তীরে সাতার কেটে উঠে পড়েন। এসময় বিল্লাল নামের আরেক ধান কাটার শ্রমিক নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারে নদীতে অভিযান চালায়। পরে কিশোরগঞ্জ থেকে আসা ডুবুরি দল বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে।
এমএম/
আরও পড়ুন