ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শিশু তাসফিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৩, ১৯ এপ্রিল ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে আলোচিত শিশু তাসফিয়া হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রিমন'সহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার রাত সোয়া ১০ টায় র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন ।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলার সুবর্নচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে অভিযান চালায় র‍্যাব-১১ একটি দল। 

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে আসামিরা। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। পরে ওই স্থান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ রিমনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে মহিন (২৫), আকবর (২৫), সুজন (২৮) ও বড় নাঈম (২৩)।

এ বিষয়ে আগামীকাল ( বুধবার)  সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি