ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, তাঁত বন্ধ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৩, ২০ এপ্রিল ২০২২

সিরাজগঞ্জে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বুধবার ভোর হতে জেলার প্রায় ২ লক্ষাধিক ইঞ্জিনচালিত তাঁত বন্ধ রয়েছে। 

ঈদের প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও বেকার সময় কাটাতে হচ্ছে কয়েক লাখ শ্রমিককে।

এদিকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ঝড়ে কিছু কিছু বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো দ্রুত মেরামত শেষে শাহজাদপুর, বেলকুচি, উল্লাপাড়া, এনায়েতপুর ও সদর উপজেলার বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ ঝড় বৃষ্টিতে মাঠের কাঁচা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি