বাড়ছে নদ-নদীর পানি, নতুন করে ডুবছে বোরো ফসল
প্রকাশিত : ১১:০৯, ২০ এপ্রিল ২০২২
উজানের পানিতে সিরাজগঞ্জ এবং নেত্রকোনার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন করে ডুবছে বোরো ফসলের মাঠ।
ইতিমধ্যে সিরাজগঞ্জের ১৭টি হাওরের বাঁধ ভেঙ্গে তলিয়েছে ফসল। বাকী বাঁধ ভাঙার শংকায় চোখে ঘুম নেই কৃষকের।
প্রশাসনের নির্দেশে আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা।
অন্যদিকে, নেত্রকোনায় ধনু নদীর পানি বিপদসীমার ২৬ সেন্টমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ বছর জেলায় ১ লাখ ৮৪ হাজার ৮শ’ ২৮ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে ২৪ হাজার ৬২৭ হেক্টর জমির ধান কাটা হয়েছে।
বাকী আছে ১ লাখ ৬০ হাজার ২০১ হেক্টর জমির ধান।
এএইচ/
আরও পড়ুন