ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সন্দ্বীপে স্পিডবোট ডুবি: নিহত ১, নিখোঁজ ১৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ২০ এপ্রিল ২০২২ | আপডেট: ১৬:৩০, ২০ এপ্রিল ২০২২

চট্টগ্রামের কুমিরা গুপ্তছড়া নৌ রুটে আনুমানিক ২১ যাত্রী নিয়ে একটি স্পিড বোট দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বোটে থাকা ২১ জনের মধ্যে ১৪ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া এক শিশুর লাশ পাওয়া গেছে। নিহত শিশুর নাম নুসরাত জাহান আনিকা (১২)। 

বুধবার সকালে সন্দ্বীপের উপকূলে কালবৈশাখী ঝড়ে এই দুর্ঘটনা ঘটে। 

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, ঝড়ের কবলে পড়ে উপকূলে স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস কাজ করছে।

জানা গেছে, বুধবার সকালে কুমিরা থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে আনুমানিক ২১ জন যাত্রী নিয়ে একটি স্পিড ছেড়ে আসে। সন্দ্বীপের উপকূলে পৌঁছালে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে স্পিড বোট উল্টে যায়। 

খবর নিয়ে জানা গেছে, উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে এককন্যা শিশু ছিল। তাকে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে ২ এপ্রিল সন্দ্বীপে লাল বোট ডুবে ১৮ যাত্রীর সলিল সমাধি হয়েছিল। এরপর থেকে নিরাপদ নৌ রুটের দাবিতে ফুঁসে উঠে সন্দ্বীপবাসী। ৫ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। 
কে আই/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি