ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে গাছ চাপায় বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৭, ২০ এপ্রিল ২০২২

ঝড়ো হাওয়ায় লক্ষ্মীপুরের রায়পুরে নারিকেল গাছের নিচে চাপা পড়ে রুহুল আমিন (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন মধ্য কেরোয়া গ্রামের মৃত শফি উল্লাহর ছেলে।

নিহত বৃদ্ধের ছেলে বিল্লাল হোসেন বলেন, ‘আনুমানিক সকাল আটটার দিকে তিনি বের হয়ে বাড়ি সংলগ্ন দোকানে যান। হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে বাড়ি আসার পথে নারিকেল গাছের নিচে চাপা পড়েন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ ইসমত জেরিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুকে অতিরিক্ত চাপে তিনি মারা গেছেন। 

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি