ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঝড়ে গাছ পড়ে অটোরিক্সার যাত্রী নিহত, আহত ৪

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৮, ২০ এপ্রিল ২০২২

কুমিল্লার মুরাদনগরে ঝড়ে গাছ পড়ে অটোরিক্সার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার সকালে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের সল্পায় এ দুর্ঘটনা ঘটে।

বাংগরা বাজার থানার ইনস্পেক্টর (তদন্ত) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার উপর পড়লে শিশু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত শিশু মিয়ার বাড়ি উপজেলার খোশঘর গ্রামে।

এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তারা হলেন, সিএনজিচালক সবুজ এবং যাত্রী নার্গিস আক্তার, ফাতেমা বেগম ও হাসান। আহতদের মুরাদনগর ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি