ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কারাভোগ শেষে হিলি দিয়ে ফিরে গেলেন পাঁচ ভারতীয়

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৩, ২০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে নিজ দেশে ফিরে গেলেন এক নারীসহ পাঁচ ভারতীয় নাগরিক।

বুধবার দুপুর ১২টায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শিপ্রা রায়ের কাছে তাদের হস্তান্তর করেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. বদিউজ্জামান। 

এসময় হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার, বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোকলেছুর রহমান উপস্থিত ছিলেন।

ফেরত যাওয়া ভারতীয় নাগরিককরা হলেন, দক্ষিণ দিনাজপুরের লিপলাল হেমরম (৪৪), আসামের নুর আমিন (৩৩), বর্ধমান জেলার সামিউল হাসদা (৩৮), একই এলাকার মন্টু মুর্মর স্ত্রী শান্তনা মুর্মু (৪৮) ও মুর্শিদাবাদ জেলার রুবেল মার্ডি (৪৩)। 

এদের মধ্যে কেউ আত্মীয়ের বাড়িতে বেড়াতে, কেউ মাদক খেয়ে ভুল করে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার জানান, এক নারীসহ পাঁচ ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠানো হয়েছে। এরা ২০১৫, ২০১৯ ও ২০২০ সালের বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে উপস্থাপন করা হলে তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়।

এরপর নওগাঁ ও দিনাজপুর কারাগারে ২ থেকে ৭ বছর মেয়াদে কারাভোগ করেন তারা। 

সাজার মেয়াদ শেষ হওয়ায় দুদেশের মাঝে চিঠি চালাচালি ও আইন মোতাবেক সকল প্রক্রিয়া সম্পন্ন হলে আজ তাদেরকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি