ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সন্দ্বীপে স্পিডবোট ডুবিতে নিখোঁজ এখনও ৩ শিশু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ২০ এপ্রিল ২০২২

চট্টগ্রামের সন্দ্বীপে কালবৈশাখী ঝড়ে স্পিডবোট ডুবির ঘটনায় ২১ যাত্রীর মধ্যে ১৭ জন জীবিত উদ্ধার হয়েছে। তবে এখনও ৩ শিশু নিখোঁজ রয়েছে। এই দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশুর মধ্যে আনিকা (১২) নামের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়। অপর যমজ দুই বোন আদিবা ও আলিফা এখনও নিখোঁজ রয়েছে। 

দুর্ঘটনায় বেঁচে যাওয়া মগধরা ৬ নম্বর ওয়ার্ডের গৃহবধূ পান্না প্রবাসী স্বামীকে চট্টগ্রাম বিমানবন্দরে বিদায় জানিয়ে ফেরার পথে তিন সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ। 

স্বামী ও নিজে সাঁতার কেটে উদ্ধার হলেও খুঁজে পাননি ১০ বছরের ছেলে সৈকতকে। চিকিৎসা নিতে আসা উদ্ধার হওয়া গৃহবধূ সুমির সন্তানহারা বিলাপে স্বর্ণদ্বীপ হাসপাতাল চত্বর ভারী হয়ে ওঠে।

বুধবার সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা স্পিডবোটটি সাড়ে ৯টার দিকে গুপ্তছড়া ঘাটের দক্ষিণে কাটাখালী খালের মুখে প্রচণ্ড ঢেউয়ে বোটটি ডুবে যায়।

উদ্ধার হওয়া যাত্রীরা জানান, বোটটি যখন কূলের প্রায় কাছাকাছি পৌঁছে যায়, হঠাৎ জেলেদের জালের সঙ্গে বোটের হলার আটকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় চালক কাঁচি দিয়ে জাল কাটতে গেলে বোটে পানি উঠে যায়।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা জানান, নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস কাজ করছে। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম বলেন, উদ্ধারকৃতদের মধ্যে সাতজন সন্দ্বীপ মেডিক্যাল সেন্টার ও স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তারা শঙ্কা মুক্ত।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি