ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২০, ২১ এপ্রিল ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিচয়ে দিয়ে চাঁদাবাজি করার সময় মোহাম্মদ আলী (৪৫) নামের এক প্রতারককে আটক করে পুলিশে কাছে দিয়েছে স্থানীয়রা। 

বুধবার (২০ এপ্রিল) বিকালে তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে শহরের কুমারশীল মোড়ে অটোরিকশা চালকের কাছে থেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করা সময় তাকে আটক করেন স্থানীয়রা।

মোহাম্মদ আলী সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের মৌলভী আলী হোসেনের ছেলে। 

ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির জানান, মোহাম্মদ আলী খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে এক সময় কলা বিক্রি করতেন। একপর্যায়ে বিভিন্ন জায়গা থেকে ভুয়া কার্ড সংগ্রহ করে নিজেকে সাংবাদিক পরিচয় দিতে থাকেন। 

তার বিরুদ্ধে মাদক-প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি