ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চাচাকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৫, ২১ এপ্রিল ২০২২

লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জেরে প্রবাসী চাচা হারুনুর রশিদকে ছুরিকাঘাতে হত্যায় দায়ে ভাতিজা আরিফ হোসেন রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রুবেল সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবু জাফরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি ঘরে ঢুকে চাচা হারুনুর রশিদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ভাতিজা রুবেল। এতে তার পেটের নাড়ি-ভুড়ি বের হয়ে যায়। 

পরে স্বজনদের সহযোগিতায় সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নোয়াখালী এশিয়ান হাসপাতালে নেয়া হলে পরের দিন সকালে মৃত্যু হয় হারুনের।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুইটি আক্তার বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে চন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। 

এই মামলায় একই বছর প্রতিবেদন দাখিল করে পুলিশ। সাক্ষ্য-শুনানি শেষে মামলার প্রায় সাড়ে তিন বছর পর আজ এ আদেশ দেন আদালতের বিচারক। এসময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) এডভোকেট জসিম উদ্দিন।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি