ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আলোচিত মোর্শেদ হত্যা: ৫ দিনের রিমান্ডে ৭ আসামি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৯, ২১ এপ্রিল ২০২২ | আপডেট: ১৬:৪২, ২১ এপ্রিল ২০২২

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে ইফতার কিনতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোর্শেদ আলী হত্যা মামলায় সাত আসামিকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনছুর তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। তার আগে সাত আাসামিকে আদালতে সোপর্দ করে ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- এজাহারভুক্ত ২নং আসামি মো. আলি, ৪নং আসামি মাহমুদুল হক মেম্বার, ১৮নং আসামি মো. আবদুল্লা, ১৯নং আসামি মো. আজিজ, ১৭নং আসামি দিদারুল আলম, ২১নং উমর ফারুক ও সন্দিহান আসামি নুরুল হক।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন জানান, মোর্শেদ আলী হত্যা মামলায় গ্রেপ্তার সাত আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। পুলিশ অধিদপ্তরে তদন্তের স্বার্থে প্রত্যেককে সাতদিন করে রিমান্ড চাওয়া হয়। পরে আদালত ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

কক্সবাজার কোর্ট পুলিশের ওসি মো. সারওয়ার আলম জানান, মোর্শেদ আলী হত্যা মামলার সাত আসামিকে প্রথমে নিয়মানুযায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিকেলে ইফতার কিনতে পিএমখালীর চেরাংঘর বাজারে গেলে পূর্ব থেকে অবস্থান নেয়া সন্ত্রাসীরা মোর্শেদ আলীকে কুপিয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে ওইদিন রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ১০ এপ্রিল নিহতের ভাই জাহেদ আলী ২৬ জনের নামোল্লেখ করে বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি