ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিদেশে নয়, ঘরে বসেই ডলার উপার্জন সম্ভব: পলক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩১, ২১ এপ্রিল ২০২২

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এখন আর বিদেশে পাড়ি দিয়ে ডলার আয়ের প্রয়োজন নাই, ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে ঘরে বসেই এখন ডলার উপার্জন করা সম্ভব।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের কাজিপুরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশনই সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপনের পরে সাংবাদিকদের এসব কথা বলেন।

শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে এক আলোচনা সভায় জুনাইদ আহমেদ পলক বলেন, সিরাজগঞ্জের কাজিপুরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার থেকেই প্রতি বছর এক হাজার শিক্ষার্থী ট্রেনিং পেয়ে আয় করার সক্ষমতা অর্জন করতে পারবে। 

আইসিটি প্রতিমন্ত্রী এসময় জানান, আগামী ২০৪১ সালের মধ্যে দশ লক্ষ আইটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী বের করার লক্ষে কাজ করছে সরকার। দেশের ৬৪ জেলাতেই এই ধরনের প্রতিষ্ঠান নির্মাণ করা হবে। 

এসময় কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, তরুণ ও বেকার যুবকদের আইটি শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিংরাবাড়ি এলাকায় ২ একর জমির উপর ৬০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি