ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৪, ২১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার খাগড়াখানা হাসপাতালের সামনের খালে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

বৃস্পতিবার ২১ এপ্রিল বিকেলে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

মৃতরা হলো- খাগড়াখানা এলাকার দিনমজুর শহিদ হাওলাদাররের কন্যা রাফিজা আক্তার (৭) ও একই এলাকার মোহাম্মদ সোহেলের ছেলে আল আমিন (৬)।
 
নলছিটির নাচন মহল ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ইউপি সদস্য জামাল হোসেন জানান, দুপুরে খাগড়াখানা হাসপাতালের সামনের খালে পানিতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানিয়রা খোজাখোঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। বিকেল ৫ টায় বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দেড় ঘন্টার ব্যবধানে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে।

বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার হুমায়ুন কবির বলেন, ‘‘আমরা অভিযান চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করেছি। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি।’’

এ বিষয়ে নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, ‘‘খবর পেয়ে আমাদের নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারো কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি