ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোংলা বন্দর কর্তৃপক্ষের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৪, ২১ এপ্রিল ২০২২

স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও বন্দর ব্যবহারকরীদের সম্মানে মোংলা বন্দর কর্তৃপক্ষ আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বন্দর জেটির শেডে এই দোয়ার আয়োজন করে তারা। 

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, আব্দুল ওয়াদুদ তরফদার সদস্য (হারবার ও মেরিন), সচিব ও হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, মোংলা-রামপালের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মোতালেব, আবু হোসাইন সুমন, আবুল হাসান, নিজাম উদ্দিন, সোহাগ মোল্লা, এনামুল হকসহ বন্দর ব্যবহারকারীরা। 

এর আগে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা দেশ ও জাতির কল্যাণে বিশেষ বক্তব্য রাখেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি