ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সরাইলে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৩, ২২ এপ্রিল ২০২২

চুরির ঘটনা হয়ে গেল জমি-জমা বিরোধ। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। বৃহস্পতিবার রাতে সরাইল থানা পুলিশ হেফাজতে ব্যাবসায়ি নজির আহমেদ (৪০) মৃত্যুবরণ করেন। 

সরাইল থানা পুলিশ জানায়, নজির আহমেদের বাড়িতে চুরি হওয়ায় এক চোরকে মারধর করে। খবর পেয়ে পুলিশ সরাইল গ্রামে গিয়ে নজির আহমেদসহ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। 

সুত্র জানায়, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ব্যবসায়ি নজির আহমেদ মারা যান। এরপর সরাইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় ১৩ জনকে আসামী করে সরাইল থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। রাতে ব্যবসায়ি নজির আহমেদ এর ভাই মো. জাফর আহমেদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। 

শুক্রবার সকালে পুলিশ জানায়, প্রতিবেশির সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নজিরকে প্রহর করা হয়। রাতে তাকে থানায় নিয়ে আসা হয়। থানায় আনার পর অসুস্থ হয়ে পরলে উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে নেয় হয়। সেখানে কর্তব্যরত চিকিকৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

বৃস্পতিবার রাতে অবশ্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে। মরদেহের সুরুতহাল রিপোর্ট করা হয়েছে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, ঘটনায় জুম্মান মিয়ার পিতা হেলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভির ফুটেজ সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি