ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৩, ২২ এপ্রিল ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়াশিকা গ্রামে র‌্যাব-১২ এর অভিযানে ৫৬৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

আটককৃত ব্যক্তির নাম আব্দুর রশিদ। সে ঐ গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার ভোর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার দক্ষিনপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়। তখন ৫৬৫ পিস ইয়াবাসহ ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আব্দুর রশিদ জানান, তিনি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। শুক্রবার সকালে তার বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি