ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

হাতিয়ায় দুর্যোগ মন্ত্রণালয়ের খাদ্য সহায়তা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৯, ২২ এপ্রিল ২০২২ | আপডেট: ১৭:১২, ২২ এপ্রিল ২০২২

হাতিয়ায় ঈদ উপলক্ষে দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অসহায় ও নিন্ম আয়ের প্রায় এক লাখ মানুষকে দেওয়া হবে বিনা মূল্যে খাদ্য সহায়তা। প্রতি পরিবারকে ১০কেজি করে চাল দেওয়া হবে।

শুক্রবার সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নের জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে ৯ শত ৫০ মে:টন চাল। যা ১০ কেজি হারে ৯৪ হাজার ৯১৭টি পরিবারের মাঝে বিতরণ করা হবে। এছাড়া পৌরসভার ১হাজার ৫শত পরিবারকেও দেওয়া হচ্ছে এই খাদ্য সহায়তা।

উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘‘আগামি ২৪ এপ্রিলের মধ্যে সকল ইউনিয়নে বিতরণ সম্পন্ন করা হবে।’’

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন, প্রকল্প কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক, স্থানীয় চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ ও ইউপি সদস্য কামরুল ইসলাম মহব্বত।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি