পাওয়ারটিলার খাদে পড়ে নিহত ৩, আহত ১
প্রকাশিত : ১৯:১৬, ২২ এপ্রিল ২০২২
দুর্ঘটনা কবলিত সেই পাওয়ারটিলার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে পাওয়ারটিলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে গাড়ি চাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তমরদ্দি ইউনিয়নে এমরানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তমরুদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আবদুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬), একই এলাকার আবদুল কুদ্দুছের ছেলে মো. রুবেল ও আবদুল মন্নানের ছেলে দেলোয়ার হোসেন (১৫)। আহত ব্যক্তির নাম ইউনুছ, তিনিও একই এলাকার বাসিন্দা। তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসা দেয়া হচ্ছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে হাতিয়া পৌরসভা থেকে ড্রাইভার বেলাল তার পাওয়ার টিলার গাড়ি নিয়ে তমরুদ্দি ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথে এমরানের বাড়ির সামনের সড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় গাড়ি চাপায় চারজন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বেলাল, রুবেল ও দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।
এনএস//
আরও পড়ুন