ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি  

প্রকাশিত : ২০:৪৫, ২২ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা কোনপাড়ার সাগর বর্মন (৭৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে ওই গ্রামের একটি কাঁঠাল গাছ থেকে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাগর বর্মন আকচা ইউনিয়নের কোনপাড়া গ্রামের প্রয়াত লক্ষিন্দর বর্মনের ছেলে। 

সদর থানার এসআই উজ্জল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গ্রামের মানুষজন একটি কাঁঠাল গাছে বৃদ্ধের দেহ ঝুলতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয় এবং এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের
করা হয়েছে।

তিনি পরিবারের বরাতে আরও জানান, দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধ অসুস্থ হয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার জন্য তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রির্পোট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি