উজানের ঢলে তলিয়ে গেছে দেড় হাজার হেক্টর ফসলি জমি (ভিডিও)
প্রকাশিত : ২১:৩৬, ২২ এপ্রিল ২০২২
উজানের ঢলে সুনামগঞ্জে নদ-নদী ও হাওড়ের পানি বাড়ছে। একের পর এক ভাঙ্গছে বাঁধ। নতুন করে বরাম, হাওড়, কোন্দানালা ও পূর্ব পাগলার আলমপুর হাওড়ে প্রায় দেড় হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। কাঁদছে কৃষক। তবে নেত্রকোণায় কমছে হাওড় ও নদ-নদীর পানি।
সুনামগঞ্জে দিরাইয়ের বরাম হাওড়, ছাতকের ফাটার হাওড়, শান্তিগঞ্জের কোন্দানালা ও পূর্ব পাগলার আলমপুর হাওড়ে প্রায় ১ হাজার ৪৫০ হেক্টর ফসলি জমি নতুন করে পানিতে তলিয়ে গেছে। এ নিয়ে জেলায় ২২টি হাওড়ের সাড়ে ২১ হাজার হেক্টর ফসলি জমি এখনও পানির নিচে। এ অবস্থায় হাওড়ের ফসল দ্রুত কাটার তাগিদ দিয়েছে প্রশাসন।
বাঁধ ভাঙার পেছনে অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এদিকে, নেত্রকোণায় কমতে শুরু করেছে হাওড়সহ নদ-নদীর পানি। ধনু নদীর পানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
চলতি মৌসুমে এ জেলায় ১ লাখ ৮৪ হাজার ৮২৮ হেক্টরে বোরো আবাদ হয়েছে। এরমধ্যে হাওড়ে আবাদ হয়েছে ৪০ হাজার ৯৬০ হেক্টর। হাওড়ে ৮০ ভাগ ধান কাটা হয়ে গেছে।
এদিকে পাহাড়ী ঢলে খালিয়াজুড়ির কীর্তনখোলা বাঁধের ফাটল মেরামতে কাজ করে যাচ্ছে স্থানীয় বাসিন্দা এবং প্রশাসন।
আরকে//
আরও পড়ুন