ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সুবর্ণচরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩২, ২২ এপ্রিল ২০২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নে বজ্রপাতে লোকমান হোসেন বাবর (৪২) নামের এক শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরআমান উল্যাহ ৭নং ওয়ার্ড দাসেরহাট এলাকার এসবিএম ব্রিকস্ (ইটভাটা) এ ঘটনা ঘটে। 

নিহত লোকমান হোসেন বাবার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরসীতা ইউপির কেলাকোপা গ্রামের আবদুল খালেক মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত এসবিএম ব্রিকস্ অন্য শ্রমিকদের সাথে কাজ করছিলেন লোকমান হোসেন। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। তখনও ইটভাটায় নিজেদের কাজ করছিল শ্রমিকরা। সাড়ে ৭টার দিকে বজ্রপাত শুরু হলে কাজ করা অবস্থায় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যায় লোকমান।

ইটভাটার পরিচালক বাবুল চন্দ্র কাহার শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,বৃষ্টির মধ্যে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে লোকমান মারা যায়। তার মৃতদেহ সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, বিষয়টি আমাদের কেউ অবগত করেনি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি