ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাকরির পরীক্ষা দিয়ে আর ফেরা হলো না মাহবুবার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৪, ২৩ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে মাহবুবা সুলতানা (২৬) নামে এক পরীক্ষার্থীর। এঘটনায় শাকিল ও মাহবুবুল আলম নামে আরও দুই ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন।

শুক্রবার (২২ এপ্রিল) বিকালে রামগঞ্জের পানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহবুবা সুলতানা উপজেলার দেহলা গ্রামের ফিরোজ আলমের স্ত্রী। আহত শাকিল টামটা এলাকার আব্দুল মালেকের ছেলে ও মাহবুবুল আলমের পরিচয় জানা যায়নি।

আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, নিহত মাহবুবা শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। পানপাড়া বাজার এলাকায় পৌঁছালে রামগঞ্জ থেকে লক্ষ্মীপুরগামী একটি মিনি কাভার্ডভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন গুরুতর আহত হয়। 

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবা সুলতানাকে মৃত ঘোষণা করেন। বাকী দুজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

সিএনজি ও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি