গাজীপুরে প্রকল্প পরিদর্শনে সড়ক সচিব
প্রকাশিত : ১৪:৪৪, ২৩ এপ্রিল ২০২২
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিআরটি এবং নাওজোড় এলাকায় সাসেক প্রকল্প পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে গাজীপুরে আসেন তিনি।
এসময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিআরটি একটি চলমান প্রকল্প, আর চলমান প্রকল্পে কিছু সমস্যা থাকে। ঈদের প্রাক্কালে নির্মাণ কাজের জন্য যেন যানজট না হয় এবং এটাকে সহনীয় মাত্রায় রাখতে সরকারের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে।
তিনি আরও বরেন, যানজটপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রকল্প সংশ্লিষ্টদের জানানো হয়েছে। যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দু-একদিনের মধ্যে সমাধান করা হবে।
এসময় সচিবের সঙ্গে প্রধান প্রকৌশলী মো. মনির হোসেন পাঠান, তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, বিআরটি প্রকল্প পরিচালক ইলিয়াস আহমেদ, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফুল আলম, জিএমপির উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুনসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএমএ/এএইচ
আরও পড়ুন