ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৫

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৫, ২৩ এপ্রিল ২০২২

কক্সবাজারের উখিয়ার কড়ইবনিয়া ও নাইক্ষ্যংছড়ি গর্জনবনিয়া মিয়ানমার সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। 

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হোসাইন কবির। 

তিনি জানান, ১৯ থেকে ২২ এপ্রিল মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে করবুনিয়া এলাকার শীর্ষ মাদক কারবারি ইকবাল হোসেনের বাড়ি তল্লাশী করে ৫০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, জালিয়াপালং পাইন্যাশিয়া চরপাড়ার মৃত কবির আহম্মদের ছেলে মো. মাহবুব (৩০), ইকবাল হোসেনের স্ত্রী সুফিয়া সুলতানা সুমি (২৬), আলী আহম্মদের স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও চাকবৈঠা পশ্চিম দিঘীনালার মো. কালু মিয়ার ছেলে মো. রফিক উল্লাহ।

পরে তাদের জিজ্ঞাসাবাদে রেজুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তারই সিন্ডিকেটের সদস্য মো. রফিক আলম গর্জনবুনিয়া সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করা হয়।

তিনি আরও জানান, মূলত ঈদকে টার্গেট করে এ চালানটি আসছিল।

উল্লেখ্য, ২০১৯ সালের পর এটিই একক অভিযানে বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ইয়াবার সর্বোচ্চ চালান।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি