ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরগুনায় জামায়াতের ৩ নেতা গ্রেফতার

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ২৩ এপ্রিল ২০২২

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নাশকতার পরিকল্পনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারী ও পৌর জামায়াতের সেক্রেটারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অনেক জিহাদি বই ও ৪টি মোটরসাইকেল জব্দ করেছে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা।

আগামী ২৬ এপ্রিল বরগুনা সদর উপজেলার খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর গৃহহীনদের পাকাবাড়িসহ দুই শতক জমি প্রদান কার্যক্রমের উদ্বোধনের কথা রয়েছে। 

আর এই অনুষ্ঠানে নাশকতার পরিকল্পনায় আশ্রয়ণ প্রকল্পের পাশে জেলা জামায়াতের সেক্রেটারী আবজালুর রহমানের ঘরে গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

সদর থানার ওসি আলী আহম্মদ জানান, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১টার দিকে জেলা জামায়াতের সেক্রেটারী আবজালুর রহমান, বরগুনা পৌর জামায়াতের সেক্রেটারী জহিরুল হক এবং জামায়াত কর্মী রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। 

এসময় ঘরে থেকে অনেক জিহাদি বই এবং ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি