ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে পল্লিচিকিৎসক হত্যায় ২ জন আটক

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩২, ২৩ এপ্রিল ২০২২

রাজশাহীর চারঘাটে পল্লিচিকিৎসক আবদুল মান্নানকে গলাকেটে হত্যার ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুইজনকে আটক করেছে। 

আটক দুই ব্যক্তি হলেন, উপজেলার ফতেপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ লিটন (৪০) এবং একই গ্রামের আবদুর রশিদের ছেলে রবিউল ইসলাম (৩০)।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি গ্রামের কলাবাগান থেকে আবদুর মান্নানের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই পল্লিচিকিৎসক শলুয়া ইউনিয়নের কানজগাড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয় বাজারে তার ওষুধের দোকান রয়েছে।

চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ জানান, আবদুল মান্নান শুক্রবার বিকেলে ইফতারসামগ্রী সঙ্গে নিয়ে পাট খেতে কাজ করতে যান। সন্ধ্যার পরও পাট খেতে থেকে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। পরে সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন পাটখেতের পাশের কলাবাগানে আবদুল মান্নানের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি