ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৭, ২৩ এপ্রিল ২০২২

নওগাঁর সাপাহার উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ১৪০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেন।

এসময় মন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমমর্যাদা ও সমঅধিকারের ভিত্তিতে উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে নিরলসভাবে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নেও তিনি ব্যাপক কর্মসূচি নিয়েছেন।’’

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা শিক্ষার বাইরে ছিল উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘‘এখন তারা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজ উন্নয়নে অবদান রাখছেন।’’ 

মন্ত্রী আরও বলেন, ‘‘বছরের শুরুতেই এখন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার। দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির অর্থ মায়েদের মোবাইলে পৌঁছে দেওয়া হচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার প্রসারেও কাজ করছে বর্তমান সরকার।’’

উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: শাহাজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: শাপলা খাতুন এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার। 

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি