ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে ৪০ মামলার আসামী জামায়াত নেতা গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৬, ২৩ এপ্রিল ২০২২

রাজশাহীর পবা থানার নাশকতা মামলায় পলাতক আসামী জামায়াত নেতা এমাজ উদ্দিন মন্ডল (৫০)কে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। 

শুক্রবার রাতে নগরের তেরখাদিয়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমাজ উদ্দিন মন্ডল ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার পায়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি রাজশাহী নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা। 

বর্তমানে এমাজ উদ্দিন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী। তার বিরুদ্ধে মোট ৪০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় ৫টি গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘‘রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার তেরখাদিয়া মোড় থেকে পবা থানার নাশকতা মামলার পলাতক আসামী রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী এমাজ উদ্দিন মন্ডলকে আটক করে।’’

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ জানান, গ্রেপ্তারকৃত আসামী ও তার অন্যান্য সহযোগিরা সরকার বিরোধী অপপ্রচার-সহ নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করে এবং তাদের সংগঠন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। 

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি