ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেগমগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩১, ২৩ এপ্রিল ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইসমাইল হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে চাঁন কাশিমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন ঐ গ্রামের বড় বাড়ির রফিক উল্লাহর ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’’

র‌্যাব জানায়, ২০১৬ সালের ১ এপ্রিল বেগমগঞ্জের গোপালপুর খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইসমাঈল'সহ তার দলের খেলোয়াড়রা অপর পক্ষের নিপুকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর সে গ্রেপ্তার এড়ানোর জন্য গত ছয় বছর যাবত বিভিন্ন স্থানে পলাতক ছিল।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি