ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ পরিবার পেল ঈদ সামগ্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ২৪ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:২২, ২৪ এপ্রিল ২০২২

ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ শতাধিক পরিবারের মাঝে প্রায় ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘মজিদ নাহার ফাউন্ডেশন’। 

রোববার (২৪ এপ্রিল) দুপুরে শহরের দি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন মিলনায়তনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

‘মজিদ নাহার ফাউন্ডেশন’-এর দেওয়া ঈদ সামগ্রীতে ছিল ৫ কেজি চাল, ১ কেজি পোলাওর চাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা বুট, ১ কেজি আটা, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই ও নুডুলস ১ প্যাকেট। 

মজিদ নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন ও বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন সহ অনেকে।

এসময় বক্তারা বলেন, এ সংগঠনটি বিগত ১২ বছর যাবৎ তাদের এই মানববিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে অনেক অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ উপকৃত হচ্ছে।

আরএমএ/এমএম
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি