ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঈদে ৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দরের আমদানি রফতানি

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ২৪ এপ্রিল ২০২২

পবিত্র ঈদুল ফিতর ও শ্রমিক দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয়দিন ভারত-বাংলাদেশের মাঝে আন্তর্জাতিক আমদানি রফতানি বন্ধের ঘোষনা দিয়েছেন বন্দরের আমদানি রফতানিকারকরা। 

তবে হিলি ইমিগ্রেশেন চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম সচল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অপরদিকে সরকারি ছুটি ব্যতিত হিলি কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “আগামী ১লা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস। সেই সাথে মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরঠ। চাঁদ দেখা স্বাপেক্ষে ২ অথবা ৩ মে তারিখে হতে পারে। 

“যার কারণে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে আগামী ১লা মে রবিবার থেকে  ৫ মে বৃহস্পতিবার পর্যন্ত বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি রফতানি বানিজ্য বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে ৬ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে সেদিন বন্দরের আমদানি রফতানি কার্যক্রম এমনিতেই বন্ধ থাকবে।”

বন্ধ শেষে আগামী ৭ মে শনিবার পুনরায় বন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি রফতানি বাণিজ্য শুরু হবে। বিষয়টি এক পত্র দ্বারা হিলি কাস্টমস, হিলি স্থলবন্দর, সিআ্যন্ডএফ এজেন্ট, ব্যাংক, ভারতীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান বলেন, “ঈদে বন্ধ থাকলেও কাস্টমসের ব্যাগেজ কার্যক্রম প্রতিদিন খোলা থাকবে। ঈদের দিনসহ প্রত্যেক দিনই এই পথ দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা পারাপার করতে পারবেন।”
 
হিলি স্থলবন্দরের ম্যানেজার অশিত স্যানাল বলেন, “সরকারি ছুটি ব্যাতিত বন্দরের সকল কার্যক্রম চালু থাকবে। সেই সাথে এসময় বন্দরে আটকে পড়া খালাস নিতে চাইলে আমদানিকারকগন নিতে পারবেন।”

আরএমএ/এমএম
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি