ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ২৪ এপ্রিল ২০২২

নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাসের চাপায় বাপ্পি ওরফে কনক (১৯) ও আল আমিন (১৭) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার নাটোর-বগুড়া মহাসড়কের নেংগুইন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পী সিংড়া উপজেলার কৃষ্ণপুর নওদাপাড়ার জনাব আলীর ছেলে এবং আল আমিন একই এলাকার জিন্নাহ আলীর ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার নাটোর-বগুড়া মহাসড়কের নেংগুইন আমিনা ফিলিং স্টেশনের পশ্চিমে শুটকির আড়ৎ সংলগ্ন বামিহাল টু নাটোরগামী (ঢাকা মেট্রো ব ১১-৮১৭৬) মুক্ত বলাকা পরিবহন নামে যাত্রীবাহী বাস বিপরীতমুখী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা বাপ্পি ও আমিন গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পি ওরফে কনককে মৃত ঘোষণা করেন। আহত আলামিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জামিল জানান, ঘাতক বাসটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি