ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় ৫শ’অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ২১:০৪, ২৪ এপ্রিল ২০২২ | আপডেট: ২১:০৭, ২৪ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় এতিম ও অসহায় ৫শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার শ্যামলাগাছি হযরত শাহজালাল (রহঃ) ও লতিফিয়া মডেল মাদ্রাসায় দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণে সহযোগিতা করেন সিলেটের মরহুম হাজী মনোহর আলী মাস্টারের “পাখি বাড়ি” নামের একটি সংস্থা। 

পরিবারগুলোকে ৫ কেজি চাল, ১ কেজি তেল, আড়াই কেজি আলু, পেঁয়াজ ৫০০ গ্রাম, সেমাই ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রামসহ মোট ১০ কেজি খাদ্য সামগ্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা।সহ মানবাধিকার কর্মী ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, আব্দুর রহিম, ওসমান গনি, জসিম উদ্দিন, ও ইউপি সদস্য আতিয়ার রহমান সহ অনেকে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি