ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাটা জুতায় বেশি দামের স্টিকার, ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৫, ২৫ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

এক জোড়া জুতার ওপরের স্টিকারে দাম লেখা ১ হাজার ২৯৯ টাকা। সেই স্টিকার খুলতেই আরেকটি স্টিকারে দেখা গেল মূল্য ৯৯৯ টাকা। আরেক জোড়া জুতার দাম ওপরে লেখা ৯৯৯ টাকা। সেই স্টিকার খুলতেই আরেকটি স্টিকার বেরিয়ে এল। তাতে লেখা দাম ৭৯৯ টাকা। 

এ ধরনের স্টিকার কারসাজি করার অপরাধে রাজশাহীতে এক জুতা দোকানের ব্যবস্থাপককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার এই জরিমানা করেন ভোক্তা অধিকারের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।

হাসান-আল-মারুফ বলেন, গত শুক্রবার নগরের নিউমার্কেট এলাকায় তারা নিয়মিত বাজার তদারকি করতে যান। এ সময় তারা বাটা জুতার শো-রুমে যান। কৌতূহলবশত জুতার স্টিকার তারা খুলতে শুরু করেন। এতে তারা দুটি মডেলের জুতার মূল্য কারসাজির প্রমাণ পান।

মূল্য কারসাজি কী করে হলো, এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে দোকানের ব্যবস্থাপককে দুই দিন সময় দেওয়া হয়। রোববার ওই দোকানের ব্যবস্থাপক আবদুল করিম হাওলাদার এসে স্টিকার লাগানোর বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি। ফলে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, ২১ এপ্রিল রাজশাহী নগরের তেরখাদিয়া বাজারের একটি দোকান থেকে আটা কেনেন ফাহমিদ আহমেদ নামের এক ব্যক্তি। পরে তিনি দেখেন, আটা মেয়াদোত্তীর্ণ। ওই দিনই তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।

হাসান-আল-মারুফ বলেন, রোববার অভিযোগের শুনানি ছিল। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তেরখাদিয়া বাজারের বিসমিল্লাহ রেশন স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ৫ হাজার টাকা পেয়েছেন অভিযোগকারী ফাহমিদ। 

বাকি টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি