ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এক তারে ১৫ দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৩, ২৫ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়া বাজারে এক তারে ১৫ দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার (২৫ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায় কলারোয়া উপজেলা পরিষদের মেইন গেইট থেকে প্রাণীসম্পদ অফিস পর্যন্ত প্রায় ১৫টি কাঠের টলের দোকান রয়েছে। এসব দোকানে অবৈধভাবে যশোর-সাতক্ষীরা মহাসড়কের রাস্তার উপর দিয়ে ঝুকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

রমজানে কলারোয়া বাজারে বিদ্যুৎ থাকলেও পৌরসভার অনেক ওয়ার্ডে রাতে বিদ্যুৎ থাকে না। ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিয়ে লোডশেডিং দেখানো হয়। ওই সময়ে বাজারে বেশি পাওয়ারের বাল্ব জ্বালিয়ে দোকানদারী করতে দেখা গেছে। 

বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যবসায়ী বলছেন, কলারোয়া বিদ্যুৎ অফিসের কিছু অসৎ ব্যক্তির কারণে কলারোয়া বাজারের অনেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে মটর, ফ্রিজ ও ফ্যান চালাচ্ছেন। 

এলাকাবাসী এসব অবৈধ সংযোগ বন্ধ করে দিয়ে মাহে রমজানে বিদ্যুৎ নিশ্চিত করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কলারোয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। সকল অবৈধ বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হবে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি