ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দৌলতদিয়ায় ৭ শতাধিক যানবাহন পারের অপেক্ষায়

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৩, ২৫ এপ্রিল ২০২২

দৌলতদিয়ায় সোমবারও ৭ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় মহাসড়কে আটকা পড়ে আছে। গত তিন মাসেরও বেশি সময় ধরে বাড়তি যানবাহনের চাপে দৌলতদিয়ায় যানজট লেগেই আছে।

যানজটের ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রী-চালকেরা। ফেরি সংকট ও মাওয়া প্রান্তের পণ্যবাহী ট্রাকে অতিরিক্ত চাপ থাকায় দুর্ভোগ শেষ হচ্ছেনা এ নৌরুট দিয়ে পারাপার হতে আসা চালক ও যাত্রীদের।

ঈদের আগে এ রুটে ২১টি ফেরি চলাচলের কথা থাকলেও ফেরির সংখ্যা বাড়েনি। বরং ত্রুটিজনিত কারণে বিকল হওয়ায় কমেছে দুটি ফেরি। 

বর্তমানে ১৭টি ফেরি চলমান রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে।

এদিকে, এখনও মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক না হওয়ায় গত তিন মাসেরও বেশি সময় ধরে বাড়তি যানবাহনের চাপে দৌলতদিয়ায় যানজট লেগেই আছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, দুই-তিনদিনের মধ্যে ফেরির সংখ্যা বাড়ানো হবে, তখন যানজট কমে আসবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি