ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে গাঁজা ও অস্ত্রসহ ২ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫০, ২৫ এপ্রিল ২০২২

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে সেনবাগ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, গাঁজা মাপার যন্ত্র, একটি শর্টগানের তাজা কার্তুজ, একটি ম্যাগাজিন, দুটি চাপাতি ও একটি রাম দা উদ্ধার করা হয়।

রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম ইয়ারপুর গ্রামের মোস্তফা ব্রিকফিল্ডের পশ্চিমে কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন কবিরহাট উপজেলার ইন্দ্রপুরের সিরাজ মিয়ার ছেলে মোঃ সজীব (২৭) ও বেগমগঞ্জ উপজেলার পৌর হাজীপুরের মৃত জসীমউদ্দিনের ছেলে মোঃ আরমান (২৫)।

পুলিশ জানায়, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে উদ্ধার অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর ধারবাহিকতায় গাঁজা ও অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়। 

নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি